মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বভাবতই পরিবর্তন হয়েছে জীবনযাত্রার, পরিবর্তন এসেছে সমাজে, সংস্কারে, মানুষের আচার-ব্যবহারে। আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে অনেকখানি– কিছুকাল আগেও যে সব ঘটনায় মানুষের ভ্রুকুঞ্চিত হত, তার অনেক কিছুই যেন আজ স্বাভাবিক জীবন যাপনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। তেমনই হয়তো সামাজিক মূল্যবোধের অবক্ষয় হওয়াটাও আমাদের মেনে নিতে হয়েছে নিতান্ত নিরুপায় হয়ে। যুগের পরিবর্তনের পাশাপাশি মানব সমাজের এই পরিবর্তন প্রতিনিয়ত আমাদের বিভিন্ন চালচিত্রের সামনে দাঁড় করিয়ে দেয়। চেনা অচেনা পরিবেশে প্রতিদিন ঘটে যাওয়া হাজারো ঘটনার প্রতিচ্ছবি যখন আমাদের চোখের সামনে ভেসে আসে, আমরা বিস্মিত হয়ে যাই, শিহরিত হয়ে অনুভব করি– এমন করে তো আগে ভাবতে পারিনি। এই সমস্ত টুকরো টুকরো ‘বাস্তব’ ঘটনার কোলাজ দিয়েই সাজানো হয়েছে শ্রী সম্পদ বিশ্বাসের গল্প সংকলন ‘অনুরণন’।
Hard back version will also be available at